মাথা ঘুরার কতিপয় হোমিওপ্যাথিক ঔষধ | Some Homeopathic Medicines for Dizziness
মাথা ঘুরার হোমিওপ্যাথিক ঔষধ
** মাথা ঘুরালে >> মাথা ঘুরা – কোনিয়াম, ক্যাল্কে – কার্ব, কেলি – কার্ব ।
** মাথা নাড়লে >> মাথা ঘুরা– ব্রায়ো, ক্যাল্কে – কার্ব, কোনিয়াম ।
** উপরের দিকে দিকে তাকালে >> মাথা ঘুরা– পালস, সাইলিসিয়া ।
** নীচের দিকে তাকালে >> মাথা ঘুরা– ফসফরাস, স্পাইজিলিয়া, সালফার ।
** ফুলের গন্ধে >> মাথা ঘুরা– নাক্স – ভম, ফসফরাস ।
** রাত জাগা বা নিন্দ্রাহীনতায় >> মাথা ঘুরা– ককুলাস, নাক্স – ভম ।
** অতি সামান্য শব্দে >> মাথা ঘুরা– থেরিডিয়ান ।
** হাঁটার সময় >> মাথা ঘুরা– নেট্রাম মিউর, নাক্স – ভম, ফসফরাস, পালস ।
** পড়ার সময় >> মাথা ঘুরা – নেট্রাম মিউর ।
** খাওয়ার সময় ও পরে >> মাথা ঘুরা– গ্রাটিওলা, নাক্স – ভম, পালস ।
** যেন চক্রাকারে ঘুরছে >> মাথা ঘুরা– ব্রায়ো, কোনিয়াম, সাইক্লে, পালস ।
** যেন বিছানাটি ঘুরছে >> মাথা ঘুরা– কোনিয়াম ।
** মূর্ছাসহ >> মাথা ঘুরা– নাক্স – ভম ।
** টলমল করা সহ >> মাথা ঘুরা– আর্জেন্ট-নাইট, জেলস, নাক্স-ভম, ফসফরাস ।
** চক্ষু বুজলে বা অন্ধকারে >> মাথা ঘুরা– আর্জেন্ট-নাইট, ষ্ট্রামো, থেরিডিয়ান ।
** ঝাপসা দৃষ্টি সহ >> মাথা ঘুরা– সাইক্লে, জেলস, নাক্স-ভম ।
** আসন থেকে উঠার সময় >> মাথা ঘুরা – ব্রায়ো, ফসফরাস ।
** হেট হওয়া অবস্থা থেকে মাথা তুললে >> মাথা ঘুরা – বেলেডোনা ।
** বিছানা থেকে উঠবার সময় >> মাথা ঘুরা– ব্রায়ো, চেলিডো , ককুলাস ।
** মাথা নিচু করলে বা হেঁট হলে >> মাথা ঘুরা– বেল, নাক্স, পালস, সালফ ।
** সিঁড়িদিয়ে উপরে উঠবার সময় >> মাথা ঘুরা – ক্যাল্কে – কার্ব ।
** সিঁড়িদিয়ে নীচে নামবার সময় >> মাথা ঘুরা– বোরাক্স, ফেরাম ।
** শোয়ার সময় >> মাথা ঘুরা – কোনিয়াম ।
** শোয়ার দরকার হয় এমন সময় >> মাথা ঘুরা– ব্রায়ো, ককিউলাস, ফস, পালস ।
** মাথার পিছন দিকে >> মাথা ঘুরা– জেলস, সাইলি, পেট্রোল ।
** ঘুমের পরে >> মাথা ঘুরা– ল্যাকেসিস ।
** ঋতু বিলোপের পর >> মাথা ঘুরা– সাইক্লে, পালস ।
(সংগৃহীত)
-----------------------------------
আরও দেখুন-
হোমিও চিকিৎসক যে ৪টি বিষয়ে খেয়াল রাখবেন
-----------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments