মুখে দুর্গন্ধের হোমিওপ্যাথিক চিকিৎসা
নানা কারণে মুখে দুর্গন্ধ হইতে পারে। দন্ত মাড়িতে ক্ষত, ময়লা জমা, ভাল ভাবে দাঁত পরিষ্কার না করা, কাহারো কাহারো নাক, মুখ দিয়া এত দুর্গন্ধ বাহির হয় যে লোক কাছে বসিতে চায় না।
মুখে দুর্গন্ধের হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
নিম্নে মুখে দুর্গন্ধ সমস্যার কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধ, লক্ষণ ও প্রয়োগ মাত্রা উল্লেখ করা হলো-
অরাম মেট (Aurum Met): যৌবন কালে স্ত্রীলোকদের মুখ, নাক দিয়া পঁচা দুর্গন্ধ বাহির হইলে অরাম মেট অব্যর্থ ফলপ্রদ। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়। ইহা ব্যবহারে আমি অনেক রোগীতে আরোগ্য পাইয়াছি।
সেবন বিধি: শক্তি 200 বা 1m সকাল বিকাল দিনে দুই মাত্রা সেব্য।
এসিড নাইট (Acid Nit): জীর্ণ শীর্ণ রোগীর ঠোঁটের কোনে ঘা, অল্পতে ঠান্ডা লাগে। একটু অনিয়মিত আহারেই পেট খারাপ করে, প্রস্রাবে দুর্গন্ধ মুখ থেকে লালা পরে। এই ধাতুর রোগীদের শ্বাস-প্রশ্বাসে অত্যন্ত দুর্গন্ধ হইলে ইহা উপকারী।
সেবন বিধি: শক্তি 200 বা 1m দুই মাত্রা সেবনেই উক্ত দুর্গন্ধ দূর হয়। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি সেব্য।
মার্কুরিয়াস সল (Merc Sol): জিহ্বা মোটা তাহাতে দাঁতের দাগ, ঘুমের ঘোরে লালা পড়ে। মুখে ভয়ানক দুর্গন্ধ, রোগীর সামনে দাঁড়াইলে কথা বলা যায় না। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।
সেবন বিধিঃ শক্তি 1m, 10m বা আরো উচ্চ শক্তি দুই মাত্রা সেবনেই উক্ত দুর্গন্ধ দূর হয়।
সিফিলিনাম (Syphilinum): উপদংশ ধাতু বিশিষ্ট রোগীদের মুখে থুথু জমে। ঘুমাইলে মুখ হইতে দুর্গন্ধ লালা ঝরে শ্বাস প্রশ্বাসে অত্যন্ত দুর্গন্ধ। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।
সেবন বিধি: শক্তি 1m, 10m হইতে উচ্চ শক্তি দুই তিন মাত্রা সেবনেই দুর্গন্ধ দূর হয়।
আসাই (Asai): দাঁতের মাড়ী ফোলা, জিহ্বায় মুখে ঘা মুখ থেকে পঁচা দুর্গন্ধ বাহির হইলে ইহা উপকারী।
সেবন বিধি: শক্তি 30,200 দিনে দুই মাত্রা সেব্য।
কার্বোভেজ (Carbo Veg): মুখে পঁচা দুর্গন্ধ, ঢেকুর টক গন্ধ যুক্ত রোগীতে ইহা উপকারী।
সেবন বিধি: শক্তি 30 বা 200 দিনে দুই বার সেব্য।
সূত্র: অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা, ডা: এম. এ হোসেন
সতর্কীকরণ: হোমিও ঔষধ সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments