Dear visitor, welcome to homeotalk24 health related personal blog. Take the medicine with the advice of a registered doctor - thank you.

কার্বাঙ্কল( বিষ ফোঁড়ার) হোমিওপ্যাথিক চিকিৎসা - Homeopathy Talk24.

Header Ads

কার্বাঙ্কল( বিষ ফোঁড়ার) হোমিওপ্যাথিক চিকিৎসা

 

কার্বাঙ্কল( বিষ ফোঁড়ার) হোমিওপ্যাথিক চিকিৎসা


ইহা এক প্রকার সাংঘাতিক স্ফোটক। এই স্ফোটকে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মুখ হয়। কার্বান্তলে পুঁজ জন্মিবার আগে অত্যন্ত বেদনা ও জ্বালা হইতে থাকে। সেই জ্বালা বা বেদনা রাত্র ভাগেই বেশী। কার্বঙ্কল সাধারণতঃ কোমরে, ঘাড়ে বা পৃষ্ঠ দেশে অধিক হইতে দেখা যায়। কার্বাঙ্গলে পুঁজ না হইলেও আশঙ্কা জনক। বৃদ্ধ বয়সে ও বহুমূত্র রোগীদের কার্বাঞ্চল প্রায়ই মারাত্মক হয়।


 

বিষফোঁড়া রোগের হোমিওপ্যাথিক ঔষধ:

 

হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

নিম্নে বিষফোঁড়া সমস্যার কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধ, লক্ষণ ও প্রয়োগ মাত্রা উল্লেখ করা হলো-

 

এ্যানথ্র্যাসিনাম(Anthraxinum): কার্বাঙ্কল অর্থাৎ বিষ ফোঁড়ায় ছোট ছোট ছিদ্র হইতে রস ঝরে। ভয়ানক স্পর্শকাতরতা বেদনা ও জ্বালা। সেই বেদনা ও জ্বালায় রোগী ছট ফট করে। জ্বালা, যন্ত্রণা ঠান্ডা পানিতে উপশম হয়। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।

সেবন বিধি: শক্তি 30 বা 200 দিনে এক মাত্রা করে ব্যবহার্য।

 

আর্সেনিক এলব(Arsenic Alb): রোগী অত্যন্ত অবসাদ, অর্ন্তদাহ, অস্থিরতা, মৃত্যু ভয়, পুনঃ পুনঃ অল্প পরিমাণে জল পান করে। কার্বাঙ্কলের জ্বালা যন্ত্রণা ঠান্ডায় বৃদ্ধি। রাত্র ১২টা থেকে ২টায় বৃদ্ধি। উত্তাপে উপশম। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।

সেবন বিধি: শক্তি 30 বা 200 সকাল বিকাল দুই মাত্রা ব্যবহার্য।

 

কার্বোভেজ(Carbo Veg): দুষ্ট ব্রন, (কার্বাঙ্কল) কালো রংয়ের ক্ষত হইতে দুর্গন্ধ পুঁজ বা রস ঝরে। অত্যন্ত জ্বালা, সেই জ্বালা যন্ত্রণা রাতে বৃদ্ধি, ঠান্ডায় উপশম, রোগী নিয়মিত পাখার বাতাস চায়। ইহাই কার্বোভেজের প্রধান পরিচয়। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।

সেবন বিধি: শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর ব্যবহার্য।

 

 

কার্বাঙ্কল( বিষ ফোঁড়ার) হোমিওপ্যাথিক চিকিৎসা
photo credit: shutterstock

 

ল্যাকেসিস(Lachesis): কার্বাঞ্চলের স্থানটি বেগুনী রংয়ের, তাহাতে সহজে পুঁজ হইতে চায় না। যদিও অল্প হয় তাহা রক্ত মিশ্রিত। অত্যন্ত জ্বালা, সেই জ্বালা যন্ত্রণা নিদ্রার উপক্রমে কিংবা নিদ্রা ভঙ্গ হইলেই বৃদ্ধি পায়। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।

সেবন বিধি: শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর দুই চার মাত্রা ব্যবহার্য।

 

ট্যারেন্টুলা(Tarentula): প্রচন্ড জ্বর, আক্রান্ত স্থানের রং নীলাভ, হুল ফুটানো বেদনা, জ্বালা যন্ত্রণা, গাত্রদাহ, ছট্‌ ফটানি, জল পিপাসা কার্বাঞ্চলে অনেকগুলি মুখ হইয়া তাহা হইতে রসের মত নির্গত হইতে থাকে। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।

সেবন বিধিঃ শক্তি 6 বা 30 তিন ঘন্টা অন্তর ব্যবহার্য।

 

 আরও দেখুন-

কান পাকা রোগের হোমিও চিকিৎসা

 

এব্রোমা আগষ্টা (Abroma Aug): বহুমূত্র রোগীদের কার্বান্ধলে সহজে পুঁজ না হইলেও অত্যন্ত বেদনা থাকিলে ইহাতে উপকার হয়। এ রকম লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হয়।

 

সেবন বিধি: শক্তি Q(মাদার টিংচার) চার ফোঁটা সামান্য জলসহ তিন ঘন্টা অন্তর ব্যবহার্য।

 সূত্র: অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা, ডা: এম. এ হোসেন

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page”  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.