Dear visitor, welcome to homeotalk24 health related personal blog. Take the medicine with the advice of a registered doctor - thank you.

কষ্টদায়ক নখকুনি সমস্যার হোমিও চিকিৎসা। - Homeopathy Talk24.

Header Ads

কষ্টদায়ক নখকুনি সমস্যার হোমিও চিকিৎসা।

 

কষ্টদায়ক নখকুনি সমস্যার হোমিও চিকিৎসা।


হাত বা পায়ের আঙ্গুলের নখ বৃদ্ধি পাইয়া মাংসের ভিতর প্রবিষ্ট হয়। ইহাতে অত্যন্ত ব্যথা যন্ত্রণা হইয়া পাকিয়া পুঁজ নির্গত হয়। ইহা সাধারণত পায়ের আঙ্গুলেই বেশী হইতে দেখা যায়।

 

কষ্টদায়ক নখকুনি সমস্যার হোমিও চিকিৎসা।

 

কষ্টদায়ক নখকুনি সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত উল্লেখযোগ্য ঔষধের নাম ও তাদের লক্ষণ নিম্নে উল্লেখ করা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়

 

কষ্টদায়ক নখকুনি সমস্যায় ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথি ঔষধ:

 

হিপার সালফ (Heper Sulph): পায়ের বা হাতের আঙ্গুলের নখের কোণায় ভয়ানক স্পর্শ কাতরতা বেদনায় ইহা অব্যর্থ

সেবন বিধি: শক্তি 200 দিনে দুই মাত্রা পুরাতন রোগে আরও উচ্চ শক্তি

 

 

কষ্টদায়ক নখকুনি সমস্যার হোমিও চিকিৎসা।

 

 

আর্সেনিক এলব (Arsenic Alb):  কুনির ক্ষত কালচে বর্ণ, দুর্গন্ধ জ্বালা টাটানি ব্যথা জ্বালা উত্তাপে উপশম হলে এই ঔষধটি (আর্সেনিক) অব্যর্থ

সেবন বিধি: শক্তি 30 বা 200 দিনে সকাল বিকাল দুই মাত্রা  

 

 আরও দেখুন-

শিশুদের কোষ্ঠকাঠিন্যের হোমিও চিকিৎসা

 

 

সাইলেসিয়া (Silicea): নখকুনি পাকিয়া দুর্গন্ধ পুঁজ ঝরিলে ইহা উপকারী ঔষধে নখকুনির পুঁজ শুকাইয়া দেয়

 

সেবন বিধি: শক্তি 30 শক্তি 200 দিনে দুই মাত্রা পুরাতন রোগে আরও উচ্চ শক্তি

 

সূত্র:

সতর্কীকরণ: হোমিও ঔষধ সেবনের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

19 comments:

  1. Thanks for give this easy tips ..Keep it up

    ReplyDelete
  2. Thank you for sharing this important information.

    ReplyDelete
  3. হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ নির্মুল হয়।

    ReplyDelete
  4. গুরুত্বপূর্ণ একটি পোষ্ট অনেক উপকার হইলো

    ReplyDelete
  5. Thank you for sharing this important information

    ReplyDelete
  6. এই সমস্যটি প্রায় হয়। আমি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম।

    ReplyDelete
  7. ধন্যবাদ। এই রোগটা নিয়ে অনেক সমস্যায় ছিলাম।ধন্যবাদ এতো সুন্দর করে সব বুজিয়ে বলার জন্য।

    ReplyDelete
  8. ধন্যবাদ, সব কিছু বুঝিয়ে দেওয়া জন্য

    ReplyDelete
  9. ধন্যবাদ নখকুনি সমস্যার সুন্দর হোমিও সমাধান দেয়ার জন্য।

    ReplyDelete
  10. Very helpfull post thanks for the valuable post..with THIS post many people cure it..thanks

    ReplyDelete
  11. I have faced this problem. It will be very helpful to me. Thanks for this👍👍👍

    ReplyDelete

Powered by Blogger.