হোমিওপ্যাথিক কয়েকটি এ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, এ্যান্টিসিফিলিটিক, শীতকাতর ও গরমকাতর ঔষধের নামঃ
হোমিওপ্যাথিক কয়েকটি এ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, এ্যান্টিসিফিলিটিক, শীতকাতর ও গরমকাতর ঔষধের নামঃ
৫টি এ্যান্টিসোরিক হোমিওপ্যাথি ঔষধের নামঃ
সালফার, সোরিনাম, কস্টিকাম, ব্যারাইটা কার্ব, নেট্রাম মিউর।
৫টি অ্যান্টিসাইকোটিক ঔষধের নামঃ
থুজা, মেডোরিনাম নেট্রাম সালফ, আর্জেন্টাম নাইট্রিকাম, স্টাফিসাগ্রিয়া ইত্যাদি।
৫টি এ্যান্টিসিফিলিটিক ঔষধের নামঃ
মার্কুরিয়াস সলুবিলিস, নাইট্রিক অ্যাসিড, অরাম মেট, সিফিলিনাম, মেজেরিয়াম ইত্যাদি ।
একাধিক মায়াজম আছে এরকম দুচারটি ঔষধের নামঃ
ক্যালকেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, কস্টিকাম, হিপার সালফার ইত্যাদি ।
৫টি শীতকাতর ঔষধের নামঃ
হিপার সালফার, সোরিনাম, সাইলিসিয়া, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব, কেলি কার্ব, ইত্যাদি।
৫টি গরমকাতর ঔষধের নামঃ
অ্যাসিড ফ্লোর, সালফার, ল্যাকেসিস , নেট্রাম মিউর, এপিস মেল, মেডোরিনাম, ইত্যাদি ।
৫টি বামদিকের ঔষধের নামঃ
ল্যাকেসিস, থুজা, বারবেরিস ভালগারিস, কলোসিন্থ, স্পাইজেলিয়া ইত্যাদি।
৫টি ডানদিকের ঔষধের নামঃ
লাইকোপোডিয়াম, এপিস মেল, ক্যালকেরিয়া কার্ব, ব্রায়োনিয়া, কষ্টিকাম ইত্যাদি।
-----------------------------------
আরও দেখুন-
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কী? এটি কিভাবে কাজ করে?
-----------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments